আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন, আজকে আমি আপনাদের সামনে চমৎকার একটি Responsive Blogger Template নিয়ে হাজির হয়েছি। আর এই টেম্পলেট টি দিয়ে আপনি আপনার যেকোন ব্লগ সাইটকে আরো আকর্ষনিয় করে তুলতে পারবেন । যেমন নিউজ পোর্টাল সাইট তৈরি করতে পারবেন, পাশা পাশি আপনার ইউটিউব চ্যানেলের জন্য আর্টিকেল লিখতে পারবেন। আর এই টেম্পলেট টি SEO এর জন্য দারুন কাজ করে, এই টেম্পলেট টি দিয়ে সহযে Google Adsense এপ্রোভ করাতে পারবেন।
ব্লগার টেম্পলেট কি??
ব্লগার টেম্পলেট হলো XHTML এক্সটেনশন দিয়ে গঠিত HTML,CSS,JAVASCRIPT দিয়ে গঠিত একটি কাঠামো যেখানে Html আপনার ব্লগের সুন্দর Layout তৈরি করে, Css লেআউটের ডিজাইন করে রুপ প্রদান করে । আর Javascript আপনার টেম্পলেট এর কে Dynamic লুক প্রদান করে৷ সুতরাং এই বিষয়ে যদি আপনি অজ্ঞ হন তাহলে আপনার ভাবনার এতটা বিষয় নেই। আপনি শুধু রেডিমেট টেম্পলেট টি ডাউনলোড করে ইনস্টল দিবেন।
See Also: ডাউনলোড করুন PicsArt Gold Apk
প্রিমিয়াম কেন ব্যাবহার করবেন?
প্রিমিয়াম সুবিধাঃ
Premium Features | |
---|---|
Remove Footer Credit | ✅ |
Remove Encrypted Script | ✅ |
Adsense Friendly | ✅ |
SEO Friendly | ✅ |
Unlimited Domain | ✅ |
Solaiman Lipi Font | ✅ |
1 মন্তব্যসমূহ
Barhatta sangbad
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন