সময় বাচাতে আর আপনার ফেসবুক পেইজে অটো লাইভ স্ট্রিম করে ভালো রিচ আর ইউটিউব চ্যানেলের ওয়াচটাইম গেইন করতে এই এপস টা কার্যকরি।
প্রিয় পাঠক বর্তমান সময়ে যতটা না আপগ্রেড হচ্ছি তার চেয়ে দিগুন আপগ্রেড হচ্ছে যোগাযোগ মাধ্যম বা আইটি খাত গুলো। কি হচ্ছে এর মাধ্যমে? সময় বেচে গেলো, অল্প খরছে দরকারী কাজ টা সম্পন্ন হলো ইত্যাদি ইত্যাদি, আর যারা ইউটিউবে গেমিং ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য দরকার যথেষ্ঠ সময় ব্যায় করা ইউটিউবের পাশাশি ফেসবুক পেইজে। সময়ের অভাবে কিন্তু আমরা পেইজে লাইভ স্ট্রিমিং করতে পারি, আপনার কি একটি ইউটিউব চ্যানেল আছে?, আপনি কি চাচ্ছেন আপনার চ্যানেলের ভিডিও গুলো ইউটিউবের পাশা পাশি খুব সহযে ফেসবুকে লাইভ স্ট্রিমকরতে? আর আমরা জানি নতুন ইউটিউব চ্যানেলের জন্য সবচেয়ে দরকারি জিনিস হলো ওয়াচটাইম, এই অটো স্ট্রিমিং এর মাধ্যমে আপনি আপনার ওয়াচ টাইম ও গেইন করতে পারেন
সুবিধাঃ
যেহেতু এই এপসটা অটো লাইভ স্ট্রিম সাপোর্টেড, তাই আপনার যেমন সময় বাচবে সাথে এমবি ও বাচবে। যেমন ধরেন আপনি যদি আপনার ইউটিউব চ্যনেলে বা ফেসবুক পেইজে স্ক্রিন ক্যাস্ট লাইভ করতে চান তাহলে আপনার ইন্টারনেট কানেকশন জরুরি কিন্তু এইখানে একবার কানেকশন দিয়ে স্ট্রিম চালু দিয়ে রাখলে পরে ডাটা অফ করলেও স্টরিম অটো চলতে থাকবে।
কোথায় কোথায় লাইভ করা যাবে?
Go Stream এপ্লিকেশন টি কেবল সরাসরি ফেসবুকে সম্প্রচার করে, সেহেতু ফেসবুকের বাইরে এখানে বেশি আশা করাটা ভুল। এখানে আপনি আপনার পছন্দের টাইমলাইন/প্রোফাইল আর আপনার পেইজ সাথে আপনার গ্রুপ এ লাইভ করতে পারবেন।
ডাউনলোডঃ
এই এপস টি গুগল প্লে স্টোর এ সবার জন্য এভেইলএভেল, আর এটা পাচ্ছেন কয়েকটি ভেরিয়েন্ট এ। যেহেতু গুগল প্লে স্টোর থেকে এটাকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কিন্তু এখানে একটি দুঃসংবাদ হলো আপনি আপনার ফ্রি একাউন্টে দিনে একটির বেশি লাইভ আর সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত স্ট্রিমিং করতে পারবেন। আর আপনি যদি চান এর থেকে বেশি লাইভ করতে তাহলে আপনাকে প্রিমিয়াম মেম্বারশিপ গ্রহন করতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন